প্রকাশিত: ০৩/০২/২০২২ ৮:৩৫ পূর্বাহ্ণ
উখিয়ায় যেনতেন ভাবে চলছে শতকোটি টাকার উন্নয়ন কাজ

 

রফিকুল ইসলাম:

কক্সবাজারে উখিয়ায় শতকোটি টাকার উন্নয়ন চলছে যেনতেনভাবে স্হানীয় ইটভাটাগুলোর যত নিম্নমানের ইট, খোয়া আছে, বালির নামে যত ময়লা আর্বজনা ও পাহাড়ি মাটি রয়েছে সবই উন্নয়নের মহাসড়কে হজম করার অভিযোগ উঠেছে।

ঠিকাদাররা প্রভাবশালী রাজনৈতিক মদদপুষ্ট হওয়ায় স্হানীয় লোকজন বাদ প্রতিবাদ করলেও কোন কাজে আসছে না। এলজিইডি বলেছে, কাজ করতে গেলে কিছু এদিক ওদিক হতেই পারে।

উখিয়া সদরের শহীদ মিনার – মালভিটা- প্রাণী সম্পদ হাসপাতাল সড়কটি কার্পেটিং করার নামে ৪ মাস পূর্বে টিকাদার পূর্বতন এইচবিবি সড়কের ইটগুলো খুলে নিয়ে যায়। কাজ না করে মোটামুটি জন চলাচল উপযোগী রাস্তাটি খুলে ফেলে রাখায় জনদূর্ভোগ বেড়েছে।

এ ধরনের জন চলাচল উপযোগী অন্তত ৬/ ৭ গ্রামীণ সড়ক কার্পেটিং এর নামে খুলে রেখে জনদূর্ভোগ সৃষ্টি করে সংশ্লিষ্ট টিকাদার ও তদারকি সংস্থা এলজিইডি লাপাত্তা হয়ে পড়ছে বলে দূর্যোগের শিকার লোকজন জানান।

রাজাপালং ইউনিয়নের কুতুপালং প্রাইমারি স্কুলের সামনে থেকে পূর্ব পাড়া সড়কটি এক বছর আগে টেন্ডার হলেও সম্প্রতি কাজ শুরু করা হয়েছে। গত বর্ষায় অসংখ্য মানুষ, শিক্ষার্থীদের এসড়কে চরম দুর্ভোগ পোহাতে হয়েছিল এলজিইডি ও টিকাদারের অবহেলায়।

স্হানীয় অনিল বড়ুয়া, সিরাজ মিয়াসহ অসংখ্য লোকজন ক্ষোভ প্রকাশ বলেন, ইটভাটার যত পঁচা, নিম্নমানের ইট,খোয়া সবই মেকাডমের নামে রাস্তায় ঢালা হচ্ছে। বালি ভরাটের নামে ঢালা হচ্ছে পাহাড়ি মাটি, ময়লা মিশ্রিত আবর্জনা।

একই ইউনিয়নে দক্ষিণ মাছকারিয়া হতে মধুরছড়া সড়কের আরসিসি ঢালাই কাজ করা হচ্ছে ব্যাপক অনিয়মের মাধ্যমে। তদারকি সংস্থার খাম খেয়ালিপনায় ঠিকাদারী প্রতিষ্টান যেনতেন ভাবে কাজ করে যাচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ তুলেছেন। দরগাহবিল গ্রামের ছৈয়দ মিয়া চৌধুরীসহ অনেক জানান, উখিয়া ডাকবাংলো হতে দরগাহবিল সড়ক বর্ধিত ও বিসি কার্পেটিং দ্বারা কাজও চলছে নানা অনিয়ম ও কারচুপির মাধ্যমে।

রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী জাহাঙ্গীর কবির চৌধুরী কাজের গুনগত মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। প্রতিটি উন্নয়ন প্রকল্প কাজের ব্যয় বরাদ্দ, কাজের ধরন, কাজ শুরু ও সমাপ্তির বিস্তারিত বিলবোর্ড দৃশ্যমান স্হানে জনসমক্ষে টাঙানোর সরকারি নির্দেশনা থাকলেও উখিয়ার কোথায় এগুলো দেখা যায়নি।

উখিয়ার সাংবাদিক গফুর মিয়া চৌধুরীসহ গণ্যমান্য ব্যক্তিরা ক্ষোভ প্রকাশ করে জানান, রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত এলাকা হওয়ায় জাতিসংঘের বিভিন্ন সংস্থার অর্থায়নে উখিয়ার সর্বত্র চলছে কয়েক শত কোটি টাকার উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন। গ্রামীণ সড়ক যোগাযোগ, শিক্ষা প্রতিষ্ঠান, কৃষিসহ বিভিন্ন ভৌত অবকাঠামো উন্নয়ন এসব প্রকল্পের অন্তর্ভুক্ত।

স্হানীয় একাধিক টিকাদার জানান,প্যাকেজ ভিত্তিক হওয়ায় প্রতিটি উন্নয়ন প্রকল্পের ব্যয় বরাদ্দ প্রায় শত কোটি টাকার বেশি। প্যাকেজ ভিত্তিক এসব দরপত্র ঢাকা কেন্দ্রীক কুক্ষিগত করায় এগুলোতে স্হানীয়ভাবে দরপত্রে অংশ গ্রহণের তেমন সুযোগও নেই বলে জানান তারা।
ফলে সবকিছু রাজনৈতিক ও আমলা কেন্দ্রীক নিয়ন্ত্রিত হওয়ায় গুটিকয়েক প্রভাবশালী টিকাদার ও টিকাদারী ফার্ম যেনতেনভাবে কোন রকমে দায়সারা কাজ করে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এলজিইডির উখিয়া উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলামকে বলেন, বিশ্ব ব্যাংক এডিবির অর্থায়নে উখিয়ায় ব্যাপক উন্নয়ন যজ্ঞ চলছে। এসব উন্নয়ন কাজে এদিক ওদিক হতেই পারে। ঠিকাদার কতৃক কয়েকটি রাস্তার পূর্বের ইট খুলে নেয়া ও জনদূর্ভোগের ব্যাপারে তিনি জানেন না বলে জানান। চলমান কাজের গুণগত মান ভাল বলে তিনি দাবী করেন।

পাঠকের মতামত

  • ২০ রমজানের মধ্যে সংবাদ মাধ্যমে কর্মরতদের বেতন-বোনাস পরিশোধের দাবি বিপিজেএফের
  • ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত
  • হিমায়িত মাংস ও দুধ খাওয়ার জন্য জনসচেতনতা বৃদ্ধির প্রচারণা সপ্তাহ
  • সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক
  • বৌদ্ধ তারুণ্য সংগঠন- সম্যক এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • টেকনাফে নিখোঁজের এক সপ্তাহ পর অর্ধগলিত লাশ উদ্ধার
  • টেকনাফে পুলিশের অভিযানে ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
  • কর্মক্ষেত্রে অনন্য কক্সবাজারের একমাত্র নারী ইউএনও নীলুফা ইয়াসমিন
  • টেকনাফে অর্ধডজন মামলার আসামি ডাকাত আবুল খায়েরসহ গ্রেপ্তার-২
  • ১৫ ঘন্টা পর ট্রলারসহ ৫৬ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী
  • ২০ রমজানের মধ্যে সংবাদ মাধ্যমে কর্মরতদের বেতন-বোনাস পরিশোধের দাবি বিপিজেএফের

    ২০ রমজানের মধ্যে সংবাদ মাধ্যমে কর্মরতদের বেতন-বোনাস পরিশোধের দাবি বিপিজেএফের

    নিজস্ব প্রতিবেদক:: আগামী ২০ রমজানের মধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিক-শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা ও ঈদ বোনাস ...
    সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক

    সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক

      আব্দুস সালাম, টেকনাফ:: সাগরপথে টেকনাফের বাহারছড়ায় মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গাকে ...
    বৌদ্ধ তারুণ্য সংগঠন- সম্যক এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    বৌদ্ধ তারুণ্য সংগঠন- সম্যক এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    উৎফল বড়ুয়া:: একঝাঁক স্বপ্নবাজ তরুণের তারুণ্যে ভরপুর বৌদ্ধ তারুণ্য সংগঠন সম্যক ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। ...