খুলনা বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে ছাত্রীদের বিক্ষোভ
ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ হলের কক্ষে থাকা ইলেকট্রনিক সরঞ্জাম জব্দের নোটিশের প্রতিবাদ ও বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে গভীর ...
উখিয়া উপজেলা হলদিয়াপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডে অবস্থিত “রুমখাঁপালং উচ্চ বিদ্যালয় ” ও “রুমখাঁপালং হাতিরঘোনা সাইরা সরকারি প্রাথমিক বিদ্যালয়” এর সামনে সড়কটি “পুলিন বিহারী সড়ক” নামে নামকরণ সময়ের দাবী হয়ে উঠেছে।
কেননা, শিক্ষক (অব:) পুলিন বিহারী বড়ুয়া একাধারে বিদ্যালয় দুটি’র ভূমিদাতা ও প্রতিষ্ঠাতা।
তাছাড়া তিনি পেশাগত জীবনেও শিক্ষকতার মাধ্যমে পিছিয়ে থাকা জনপদে শিক্ষার আলো বিস্তার করেছেন।
বিদ্যালয় দুটির সামনে থেকে পূর্ব দিকে ব্রিজ পর্যন্ত “পুলিন বিহারী সড়ক” নামকরণে সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করছি। যেহেতু এলাকার পরিচিতি এবং বিদ্যালয়ে যাতায়াতের জন্য একটা পরিচিত সড়ক নেই।
সমাজ সংস্কারক ও দানশীল এই মানুষটির গুণের কদর করতে এই দাবী জানাচ্ছি।
পলাশ বড়ুয়া
সম্পাদক
সিএসবি টুয়েন্টিফোর।
পাঠকের মতামত