
নিজস্ব প্রতিবেদক:
“সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই” শীর্ষক প্রতিপাদ্যে নিয়ে যুব সমাজের মাদকাসক্ত প্রবণতা ও নৈতিকতা অবক্ষয় রোধে বহুদলীয় উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টার দিকে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএসজি) আয়োজনে কক্সবাজারের উখিয়া কলেজ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আঞ্চলিক সমন্বয়ক মোহাম্মদ আব্দুর রব খাঁন এর সমন্বয়ে উখিয়া কলেজ অধ্যক্ষ অজিত দাশের সভাপতিত্বে সচেতনতামূলক এই সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন রাষ্ট্র বিজ্ঞানের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ আলী।
বক্তব্য রাখেন, অধ্যাপক তহিদুল আলম, অধ্যাপক ড. গিয়াস উদ্দিন, অধ্যাপক জালাল আহামদ, অধ্যাপক ফরিদুল আলম, সুজন সেক্রেটারী রতন কান্তি দে।
এর আগে স্বাগত বক্তব্য রাখেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর উখিয়া শাখার সভাপতি সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার।
এ সময় বক্তারা বলেন, দেশে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল ধর্মের মানুষের অংশগ্রহণ জরুরী। সেই সাথে বহুদলীয় মাদকমুক্ত যুব সমাজ নিশ্চিত করতে হবে। কারণ বর্তমান যুব সমাজ দিন দিন মাদকাসক্ত হয়ে নানা অপরাধে জড়িয়ে যাচ্ছে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক আমানত উল্লাহ সাকিব, অধ্যাপক নুরুল মাসুদ ভুইয়া, অধ্যাপক নুরুল হোসাইন প্রমুখ।
পাঠকের মতামত