
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ায় পালংখালী ইউপি’র নব-নির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের গণসংবর্ধনা দিল দূর্গম তেলখোলাবাসী। এ সময় গ্রামবাসীর দাবীর প্রেক্ষিতে বিদ্যুৎ, নেটওয়ার্ক সুবিধা নিশ্চিত করার পাশাপাশি একটি জুনিয়র স্কুল প্রতিষ্ঠার অঙ্গীকার করেন নেতৃবৃন্দ।
সোমবার সন্ধ্যায় তেলখোলা বাজার সংলগ্ন খেলার মাঠে প্রবীণ ব্যক্তি হাজী মিয়া হোসেন সভাপতিত্বে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন পালংখালী ইউপির তিনবারের নির্বাচিত চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী।
ইউপি সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফজল কাদের ভুট্টাে, নুরুল হক, মুহিদুল আলম শিকদার, ফয়েজুল ইসলাম ও কামাল উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিসবাহ উদ্দিন সেলিম, আলতাজ আহমদ ও মহিলা ইউপি সদস্য নুরবানু।
পরে তেলখোলা এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে চেয়ারম্যান-মেম্বারদের সম্মাননা প্রদান করা হয়।
পাঠকের মতামত