
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় শিশুসহ তিন জন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে দুই অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
২ ডিসেম্বর সকাল ৯টার দিকে জালিয়াপালং ইউনিয়নের দীঘির বিল এলাকায় এনজিও’র মাইক্রোবাসের সাথে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হয়েছে।
আহতরা হলো- হলদিয়াপালং ইউনিয়নের পাগলির বিল এলাকার ২নং ওয়ার্ডের বাসিন্দা সেলিম মুন্সীর ছেলে মো: সোহাগ (২০) এবং একই এলাকার আলী আহমদের ছেলে মোশারফ হোসেন (২১)।
প্রত্যক্ষদর্শী বিকাশ চৌধুরী জানিয়েছেন, সকালে দীঘির বিল এলাকায় এনজিওর একটি নোহা মাইক্রোবাসের (চট্টমেট্টো-১১-৭৬০৭) সাথে সংঘর্ষে ২ জন মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হয়েছে।
এতে দুজনের শরীরের প্রচুর রক্তক্ষরণ হয়, আহতদের অবস্থা আশঙ্কাজনক।
তাৎক্ষনিক আহতদের স্থানীয়রা উদ্ধার করে উখিয়া উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করেন।
অপরদিকে একইদিন দুপুর ১২টার দিকে উখিয়ার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে রাস্তা পারাপারের সময় মো: রিফাত (৮) নামে একটি শিশু সিএনজি গাড়ীর ধাক্কায় মাথায় আঘাত প্রাপ্ত হয়। সে রাজাপালং ইউনিয়নের বটতলী এলাকার সৈয়দ হোসেনের ছেলে।
তাৎক্ষণিক আহত শিশুটিকে ওই সিএনজির যাত্রীরা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে চিকিৎসা শেষে শিশুটির মামা জাহাঙ্গীর আলমের নিকট হস্তান্তর করা হয়।
পাঠকের মতামত