
নিজস্ব প্রতিবেদক:
এসএসসিতেও গোল্ডেন “এ+” পেয়েছে লাবনী বড়ুয়া। ভবিষ্যতে ডাক্তার হবো এমনটি স্বপ্ন দেখছি। এই জন্য সবার আর্শীবাদ কামনা করছি।
আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে এমনটি জানিয়েছেন উচ্ছ্বসিত লাবনী।
কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগের ছাত্রী হিসেবে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সে।
এর আগে মরিচ্যাপালং সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি এবং কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে গোল্ডেন “এ+” নিয়ে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।
লাবনী বড়ুয়া উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যার বাসিন্দা আমেরিকা প্রবাসী লাতু বড়ুয়া ও গৃহীনি মুন্নি বড়ুয়া’র প্রথম সন্তান।
এদিকে সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে নিরলস পরিশ্রম করে চলেছে প্রবাসী লাতু বড়ুয়া।
তার এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও সকল শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পরিবারবর্গ।
পাঠকের মতামত