
নিজস্ব প্রতিবেদক:
উখিয়া উপজেলা অটোরিক্সা সিএনজি টেম্পু পরিবহন শ্রমিক ইউনিয়ন সাবেক কমিটির সভাপতি সম্পাদকসহ ৭ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা দায়ের করেছে।
২৯ ডিসেম্বর কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলাটি করেন ওই কমিটির অর্থ সম্পাদক ওবায়দুল হক জুয়েল। যার মামলা নম্বর ৩৯৪/২০২১ (উখিয়া)।
মামলার বিবরণে জানা যায়, নতুন সদস্য ভর্তি, টোকেন বাণিজ্য এবং লাইনম্যানের মাধ্যমে সংগঠনের দায়িত্বে থাকাকালে সাবেক সভাপতি উখিয়া ফলিয়া পাড়া এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে মোকতার আহমদ চৌধুরী, মুহুরী পাড়া এলাকার রুহুল আমিনের ছেলে মাসুদ আমিন শাকিল, ঘুমধুম কচুবনিয়া এলাকার মৃত ওমর মিয়ার ছেলে সৈয়দ হোছন, উখিয়া সদর এর মৃত নজু মিয়ার ছেলে আমির হোসেন ফাতেহ, টিএন্ডটি এলাকার জমির উদ্দিনের ছেলে শাহজাহান, থাইংখালী এলাকার বশির আহমেদের ছেলে নুরুল আলম, ফলিয়া পাড়া এলাকার মৃত তমিম গোলালের ছেলে সৈয়দ বলি গত ৬ বছরে চার কোটি ৩৪ লক্ষ ৫১ হাজার টাকা আত্মসাৎ করেন।
বিজ্ঞ আদালত মামলাটি নথিভুক্ত করে পিবিআই কক্সবাজারকে তদন্তপূর্বক প্রতিবেদন যাওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।
উল্লেখ্য গত কয়েকদিন ধরে উখিয়া উপজেলা অটো রিক্সা সিএনজি টেম্পু পরিবহন শ্রমিক ইউনিয়ন এর কমিটি, পাল্টা কমিটি নিয়ে শ্রমিক নেতাদের দুই পক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।
পাঠকের মতামত