
প্রেস বিজ্ঞপ্তি:
দেশের প্রখ্যাত সাংবাদিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন “উখিয়া অনলাইন প্রেসক্লাব” এর সভাপতি শফিক আজাদ ও সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া।
শনিবার (২৫ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, বরেণ্য সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদের মৃত্যুতে দেশ একজন প্রকৃত দেশপ্রেমিক ও মেধাবী সাংবাদিককে হারিয়েছে।
তারা বলেন, একুশে পদকপ্রাপ্ত জ্যেষ্ঠ সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদের মৃত্যুতে যে শূণ্যতার সৃষ্টি হয়েছে তা পূরণে দীর্ঘ সময়ের প্রয়োজন হতে পারে।
উল্লেখ্য, দ্য ফিনান্সিয়াল হেরাল্ডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ (৭৬) শনিবার দুপুর দেড়টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ)
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। তিনি বলেন, জাতীয় প্রেস ক্লাবে চারবারের নির্বাচিত সাবেক সভাপতি রিয়াজউদ্দিন আহমেদ আমাদের প্রিয় রিয়াজভাই আর নেই।
তিনি আমাদের অভিভাবক ছিলেন। আমরা আবার একজন অভিভাবক হারালাম।
আগামীকাল রবিবার সকাল ১১ টায় জাতীয় প্রেস ক্লাবে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত