
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে আগুন লেগে ৭টি পরিবারের ১৫টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর ) সন্ধ্যা ৭টায় উপজেলার তোড়িয়া ইউনিয়নের মুন্সী পাড়া গ্রামে রান্না ঘর থেকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটেছে।
এলাকাবাসী জানান, নুর ইসলামের রান্না ঘর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে ৭টি পরিবারের ১৫টি ঘর, নগদ টাকা, মালামাল ও খাদ্যশস্য পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্তরা হলেন, তৌহিদুল ইসলাম, নজরুল ইসলাম, আবুল হোসেন, খালেক, সাধু, নূর ও নাজমুল।
এলাকাবাসীর চেষ্টায় আগুনের লেলিহান শিখা নিয়ন্ত্রণে আনার পরে পঞ্চগড় থেকে ফায়ার সার্ভিসের একটি গাড়ি এসে আগুনের বাকি অংশ নেভানো হয়।
আগুনের খবর পেয়ে রাতেই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, তোড়িয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ শাহ্ , উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম, দপ্তর সম্পাদক মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের হাতে কম্বল তুলে দেন ।
পাঠকের মতামত