
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ায় এনজিও সংস্থা ব্র্যাকের উদ্যোগে সম্প্রীতির সমাজ গড়ি প্রকল্পের স্টাডি প্রতিবেদন শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উখিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচীর সম্প্রীতির সমাজ গড়তে সকল ধর্ম, বর্ণ, শ্রেণি পেশার মানুষের পারস্পরিক সেতু বন্ধন ও শান্তিপূর্ণ সহ অবস্থান তৈরির জন্য এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ‘প্রকল্পের স্টাডি প্রতিবেদন ও শেয়ারিং’ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞানের অধ্যাপক হাসান শাহরিয়া।
ব্র্যাকের মোঃ কামরুজ্জামান রিপন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার শাহাব উদ্দিন, একাডেমিক সুপারভাইজার বদরুল আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ব্যবস্থাপক (পিপিএসপি) সেলপ এর লুইস গমেজ, ও নুরুল ইসলাম, উখিয়া প্রেসক্লাব ও উখিয়া অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
পাঠকের মতামত