২০ রমজানের মধ্যে সংবাদ মাধ্যমে কর্মরতদের বেতন-বোনাস পরিশোধের দাবি বিপিজেএফের
নিজস্ব প্রতিবেদক:: আগামী ২০ রমজানের মধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিক-শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা ও ঈদ বোনাস ...
পলাশ বড়ুয়া:
প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ পাঁচ দিনের সফরে কক্সবাজার আসছেন ২২ ডিসেম্বর। জনস্বার্থে তাঁর এই সফর। আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত তিনি কক্সবাজারের অবস্থান করবেন।
প্রধান তথ্য কমিশনারের একান্ত সচিব আমিমুল এহসান খান স্বাক্ষরিত এক সফরসূচিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
সূচিতে প্রকাশ, সফরকালে তিনি ২৩ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় জেলা পর্যায়ে তথ্য আইন বিষয়ক অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
একই দিন তিনি বিশেষজ্ঞ প্রশিক্ষক হিসেবে জেলা-উপজেলা পর্যায়ে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করবেন বলেও সূত্রে জানা গেছে।
২৪ ও ২৫ ডিসেম্বর সেন্টমার্টিন সফর শেষে ২৬ ডিসেম্বর দুপুর ১২টার দিকে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ছেড়ে যাবেন। সফরকালে তাঁর একান্ত সচিব ও সংশ্লিষ্টরা সাথে থাকবেন।
পাঠকের মতামত