
প্রেস বিজ্ঞপ্তি:
নূতন প্রজন্মকে সাংস্কৃতিক চেতনায় উদ্বুদ্ধ করতে চট্টগ্রামের প্রাচীনতম সংগঠন সীবলী সংসদ চট্টগ্রামের নবতর সাংস্কৃতিক জাগরণ সীবলী জীবনজয়ী আড্ডা।
বরেণ্য ব্যক্তিত্বদের যাপিত জীবনের সফলতা ব্যর্থতা ও কথা কাহিনী নিয়ে আড্ডার আয়োজন।
আগামী ২৫ ডিসেম্বর বিকেল ৪টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট আর্ট গ্যালারি হলে সীবলী জীবনজয়ী আড্ডার ২য় পর্ব অনুষ্ঠিত হবে।
এ পর্বের আড্ডায় মূখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে জীবন জয়ের গল্প বলবেন চট্টগ্রামের কৃতিসন্তান বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান বার্তা সম্পাদক বরেণ্য সাংবাদিক সমীর কান্তি বড়ুয়া।
প্রজন্মের শিল্পীরা আড্ডার ফাঁকে ফাঁকে নাচ, গান, আবৃত্তি পরিবেশন করবেন। গ্রন্থনা ও সঞ্চালনায় আড্ডার উদ্যোক্তা পরিচালক লেখক-সাংবাদিক বিপ্লব বড়ুয়া।
আড্ডার পক্ষ থেকে অতিথি বিশিষ্ট সাংবাদিক সমীর কান্তি বড়ুয়া এবং আড্ডার ২য় পর্বের পৃষ্ঠপোষক পুলিশ কর্মকর্তা সুদুল বড়ুয়া’র হাতে সীবলী জীবনজয়ী বন্ধু সম্মাননা তুলে দেয়া হবে।
সব শ্রেণী-পেশার মানুষদের জন্য আড্ডার আয়োজন উন্মুক্ত থাকবে।
পাঠকের মতামত