
নিজস্ব প্রতিবেদক:
বিপুল উৎসাহ উদ্দীপনায় দক্ষিণ কক্সবাজারের সর্বোচ্চ বিদ্যাপীঠ উখিয়া কলেজে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
১৬ ডিসেম্বর উখিয়া কলেজের শহীদ বেদীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ, র্যালীত্তোর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উখিয়া কলেজে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অজিত দাশ এর সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আলী, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ আকবর সমাজ বিজ্ঞান বিভাগীয় প্রধান আলমগীর মাহমুদ, ইতিহাস বিভাগের অধ্যাপক তহিদুল আলম, উখিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুল আমিন টিপু।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অর্থনীতির প্রভাষক নুরুল মাসুদ ভূঁইয়া, অফিস সহায়ক শামসুল আলম, সাধন বড়ুয়া, শাহ কামাল, নুরুল ইসলাম, সৈয়দ হামজা, কবির আহমদ।
অনুষ্টান সঞ্চালনা করেন সমাজ বিজ্ঞানের প্রভাষক আমানত উল্লাহ সাকিব।
পাঠকের মতামত