
নিজস্ব প্রতিবেদক ॥
দক্ষিণ কক্সবাজারের সর্বোচ্চ বিদ্যাপীঠ উখিয়া কলেজে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে দিবসটি পালিত হয়েছে। কলেজ পরিবারের পক্ষ থেকে জাতির এই সূর্য সন্তানদের স্মরণে শহীদ মিনারে গিয়ে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা করা হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় কলেজ মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা এই সভা উখিয়া কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অজিত দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, একটি স্বাধীন দেশের প্রধান সম্পদ হচ্ছে নিজস্ব ভাষা, সংস্কৃতি এবং কৃষ্টি। এই তিনটি ছাড়া কোন জাতি বা দেশ টিকে থাকতে পারে না। তাই পাকিস্তানীরা প্রথমে আমাদের ভাষার উপর আঘাত করেছে। পরে সংস্কৃতি ও কৃষ্টির উপর।
এদেশকে মেধাশূণ্য করতে ১৯৭১ সালে দেশের স্বাধীনের পূর্বে ১৪ ডিসেম্বর গর্বিত বুদ্ধিজীবিদের ধরে নিয়ে বুড়িগঙ্গা তীরে নির্মম ভাবে হত্যা করেছিল পাক-দোসররা। তাই আজকের এই আয়োজনের মধ্যে দিয়ে শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে তাঁদের চেতনায়, আদর্শে এবং দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে সকলকে এগিয়ে যাওয়ার আহবান জানান তিনি।
বুদ্ধিজীবি দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন, রাস্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আলী, ইতিহাস বিভাগের প্রধান তহিদুল আলম, সমাজবিজ্ঞানের বিভাগীয় প্রধান আলমগীর মাহমুদ, জীব বিজ্ঞানের ড. গিয়াস উদ্দিন, উখিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুল আমিন টিপু।
বক্তারা শহীদ বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদেরকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জেনে এর চেতনা ধারণ করে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
সমাজ বিজ্ঞানের প্রভাষক আমানত উল্লাহ সাকিব এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থসমূহ হতে পাঠ করা হয়। পরে দিবসটির তাৎপর্য শীর্ষক দেওয়ালিকা উন্মোচন করা হয়।
পাঠকের মতামত