উখিয়ায় বিপুল সরঞ্জামসহ ৭টি অবৈধ করাতকল জব্দ, ১০ হাজার টাকা জরিমানা
প্রকাশ: ২০২১-১২-০৭ ২১:৫৩:৫৩ || আপডেট: ২০২১-১২-০৮ ০৫:৪১:৫১

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বিপুল পরিমাণ সরঞ্জামসহ সাতটি অবৈধ করাতকল জব্দ করা হয়েছে। এসময় আটক দুই কর্মচারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উখিয়ার পালংখালী বাজার সংলগ্ন খেদারখোলা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা বলে জানা গেছে।
উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তাজউদ্দিনের নেতৃত্বে পরিচালিত
অভিযানে উখিয়া থানা পুলিশ ও বন বিভাগের টিম উপস্থিত ছিল।
এব্যাপারে উখিয়ার রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, অবৈধ করাতকল মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উখিয়াতে এটা এযাবতকালের সবচেয়ে বড় অভিযান।