
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে শীতার্তদের মুখে হাসি ফুটাতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলা শাখার উদ্দ্যোগে শাখা কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ ডিসেম্বর) সকালে প্রতিষ্ঠানটির উদ্যোগে ১০০ জন দরিদ্র অসহায় দুস্থ গরীব মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আটোয়ারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এ রায়হান চৌধুরী রকি, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক এর ডি.জি.এম এস এ হালিম, এ.বি.এম জাহিদুল কবির জোনাল ম্যানেজার, এরিয়া ম্যানেজার মঞ্জুরুল করিম, রতন হালদার শাখা ব্যবস্থাপক রতন হালদার সহ আটোয়ারী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নিতিশ বাবু সহ কর্মকর্তাগণ সহ সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে প্রতিষ্ঠানের জিএম বলেন শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে।
পাঠকের মতামত