
বার্তা পরিবেশক:
দৈনিক আমাদের সময় পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান হামিদ উল্লাহর মায়ের কুলখানি আজ শনিবার দুপুরে কক্সবাজারের রামুর চাকমারকুল ইউনিয়নের মৌজিমেরদ্বীপস্থ নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে, কোরআন খানি, কবর জিয়ারত, মিলাদ, ফাতিহা ও মেজবান অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন- কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, দৈনিক আমাদের সময়ের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক, চাকমারকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, প্রবীন সমাজসেবক ও সাবেক ইউপি সদস্য আশরাফুজ্জামান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়ুয়া, রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, দৈনিক আমাদের সময়ের রাম প্রতিনিধি সোয়েব সাঈদ,একে আজাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সবশেষে দৈনিক আমাদের সময়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান হামিদুল্লাহ মায়ের আত্মার মাগফেরাত কামনা করে ও দেশবাসীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে সাংসদ কমল নব প্রতিষ্ঠিত মৌজিমেরদ্বীপ কালুরহাট হাফেজিয়া তালিমুল কোরআন মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
পাঠকের মতামত