শহিদুল ইসলাম:
দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থগিত হওয়া উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পুনঃনির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে চলছে।
মঙ্গলবার(৩০ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, ভোটকেন্দ্রে সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করছেন। সকাল ১১টায় কেন্দ্র পরিদর্শন করেন কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আমিন আল পারভেজ,পুলিশ সুপার মো. হাসানুজ্জামান,৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আল আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম,উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ, উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সনজুর মোর্শেদ সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ।
সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়,তারা শান্তিপূর্ণভাবে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করছেন। সংখ্যালঘু ভোটারদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করতে দেখা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বড়ুয়া মহিলা ভোটার জানান, উন্নয়নের স্বার্থে যোগ্য প্রার্থীকে ভোট দিবেন বলে জানান তারা।
তবে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এবারের পুনঃনির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মো. শাহ আলম ও স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের ইমরুল কায়েস চৌধুরী।
প্রিজাইডিং অফিসারের তথ্যমতে, এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৮০০ ভোট কাস্টিং হয়েছে। ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হলদিয়া পালং ৫নং ওয়ার্ড নলবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩৩০৫ জন।
পাঠকের মতামত