প্রকাশিত: ১৮/১১/২০২১ ১:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ২ জনকে আটক করেছে র্যাব-১৫।
বৃহস্পতিবার ভোর চারটার দিকে র্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ হাজির পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে।
এই সময় চৌধুরীপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম বাপ্পী (২২), মৃত রশিদ আহমদের ছেলে মোহাম্মদ সালাম (৪৩) কে আটক করে।
পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের হেফাজত হতে একটি দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয় জানিয়েছেন র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো: আবু সালাম চৌধুরী।
তিনি এও বলেন, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্রদ্বারা অপরাধমূলক কর্মকান্ড করে আসছে জিজ্ঞাসাবাদে এমনটি স্বীকার করেছে।
পাঠকের মতামত