
নিজস্ব প্রতিবেদক:
উপকূ্লীয় জালিয়াপালং ইউনিয়নে দ্বিতীয় বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এসএম ছৈয়দ আলম ।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সারাদেশের ন্যায় দ্বিতীয় ধাপে কক্সবাজারে উখিয়ার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। তৎমধ্যে হলদিয়াপালং একটি ইউনিয়ন ছাড়া বাকী ৪টির বেসরকারি ফলাফল ঘোষণা করেছে উপজেলা নির্বাচন অফিস।
জালিয়াপালং ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত এসএম ছৈয়দ আলম নৌকা প্রতীকে ৬৩৯৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে।
তার নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপি ঘরানার স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীক নিয়ে নুরুল আমিন চৌধুরী পেয়েছে ৫৯৩২ ভোট। ঘোড়া প্রতীকের বিএনপি ঘরানার আনোয়ার হোছাইন পেয়েছে ৪৯৮৯ ভোট। টেবিল ফ্যান প্রতীকে ছৈয়দ মোহাম্মদ সাদ্দাম হোছাইন পেয়েছে ৬২ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীক নিয়ে নুরুল আমিন পেয়েছে ২০২ ভোট। মোটর সাইকেল প্রতীকের মো: মনিরুল আলম পেয়েছে ১৫১৯ ভোট। আনারস প্রতীক নিয়ে শফিকুল হুদা পেয়েছে ৩৫৫৭ ভোট। রজনী গন্ধা প্রতীক নিয়ে রফিকুল হুদা পেয়েছে ২৩ ভোট। অটোরিক্সা প্রতীক নিয়ে শাহ আমিন চৌধুরী পেয়েছে ১৭ ভোট।
পাঠকের মতামত