
নিজস্ব প্রতিবেদক ॥
উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন ফরিদা ইয়াছমিন।
বৃহস্পতিবার দ্বিতীয় দফায় অনুষ্টিত ইউপি নির্বাচনে ফরিদা ইয়াছমিন (মাইক প্রতীক) ২৯১৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে মেম্বার নির্বাচিত হন।
দুই কেন্দ্রে প্রথম এবং অপর কেন্দ্রে দ্বিতীয় স্থান লাভ করে বিপুল পরিমাণ ভোটে নির্বাচিত হয়েছেন সাবেক এই নারী জনপ্রতিনিধি।
তিনটি ওয়ার্ডের নির্বাচনী ফলাফল বিবরণী :
কেন্দ্র : (০৪) নিদানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
১. ফরিদা ইয়াছমিন পেয়েছেন ৭২৬ ভোট।
২. আয়েশা আক্তার পেয়েছেন ৬৭৩ ভোট।
৩. খতিজা বেগম পেয়েছেন ৪১৮ ভোট।
৪. আনোয়ারা বেগম প্রকাশ মলকা বানু পেয়েছেেন ২১৭ ভোট।
কেন্দ্র : (০৫) মাইনুল ইসলাম মাদ্রাসা
১. ফরিদা ইয়াছমিন পেয়েছেন ৫৯৭ ভোট।
২. আনোয়ারা বেগম পেয়েছেন ৮৮৭ ভোট।
৩. আয়েশা আক্তার পেয়েছেন ১২৬ ভোট।
৪. খতিজা বেগম পেয়েছেন ১১৫ ভোট।
কেন্দ্র : (০৬) ইনানী সরকারি প্রাথমিক বিদ্যালয়
১. ফরিদা ইয়াছমিন পেয়েছেস ১৫৯২ ভোট।
২. আনোয়ারা বেগম পেয়েছেন ২২৮ ভোট।
৩. আয়েশা আক্তার পেয়েছেন ১৭৮ ভোট।
৪. খতিজা বেগম পেয়েছেন ৪৪ ভোট।
তাৎক্ষণিক এক বিবৃতিতে ফরিদা ইয়াছমিন বলেছেন, আমার বিরুদ্ধে অন্যান্য প্রার্থীদের করা সকল ষড়যন্ত্রকে প্রতিহত করায় মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। একই সাথে অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করায় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি জালিয়াপালং ৪, ৫ ও ৬ ওয়ার্ডের মানুষের উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনে আজকে আমার বিজয় হয়েছে। ইনশাআল্লাহ, আগামী জীবনে আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের এই ভালোবাসা ও সমর্থনের মূল্য দেওয়ার চেষ্টা করব।
পাঠকের মতামত