২৬ কোটি টাকার ইজারার সেই আলোচিত-রামুর গর্জনিয়া বাজার পরিদর্শন করলেন ডিসি সালাহউদ্দিন
দেশের বহুল আলোচিত ককসবাজারের রামুর গর্জনিয়া বাজার পরিদর্শন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সালাহ ...
নিজস্ব প্রতিবেদক ॥
কক্সবাজারে এক মেম্বার প্রার্থী দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন। আহত রেজাউল করিম পিএমখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বলে জানিয়েছে স্থানীয়রা।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার পিএমখালী ইউনিয়ন পরিষদের নির্বাচনে মেম্বার পদপ্রার্থী রেজাউলের উপর এই হামলার ঘটনা ঘটে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনির উল গিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একদল দুর্বৃত্ত অতর্কিত ওই প্রার্থীকে গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে। আহত রেজাউলকে কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাঠকের মতামত