প্রকাশিত: ০৯/১১/২০২১ ১২:২৯ অপরাহ্ণ
২৫ কোটি ছাড়িয়েছে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা

সিএসবি২৪ ডেস্ক:
সারা বিশ্বে ২৫ কোটিরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের দেয়া সরকারি উপাত্তের ওপর ভিত্তি করে তৈরি করা এএফপি’র পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।

ওই পরিসংখ্যানে আরো বলা হয়, মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে সোমবার গ্রীনিচ মান সময় ২১০০টা পর্যন্ত বিশ্বব্যাপী এ পর্যন্ত ৫০ লাখেরও বেশি মানুষ কোভিড-১৯ সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছে। তবে আক্রান্তদের অধিকাংশ সুস্থ হয়ে উঠেছে।

প্রতিটি দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষের দেয়া দৈনিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ পরিসংখ্যান তৈরি করা হয়।

ইউরোপের দেশগুলোতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ২০১৯ সালের ডিসেম্বরে চীনে প্রথম এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর এখানে সাত কোটি ৬০ লাখেরও বেশি মানুষ ইতোমধ্যে আক্রান্ত হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত অঞ্চল হচ্ছে এশিয়া। এ অঞ্চলের দেশগুলোতে মোট পাঁচ কোটি ৬২ লাখ এক হাজার ৬৫৩ জন করোনায় সংক্রমিত হয়েছে। এর পরের অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডা (চার কোটি ৮২ লাখ ৯০ হাজার ৫২২ জন) এবং ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল (চার কোটি ৬১ লাখ সাত হাজার ১৩১ জন)।

এদিকে, গত কয়েক সপ্তাহ ধরে বিশ্বব্যাপী করোনায় নতুন আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে।

গত এক সপ্তাহে গড়ে প্রতিদিন নতুন করে প্রায় চার লাখ ৪৯ হাজার মানুষ কোভিড-১৯ রোগে সংক্রমিত হয়েছে। অক্টোবরের মাঝামাঝি সময়েও এ সংখ্যা চার লাখের কিছু বেশি ছিল।

পাঠকের মতামত

  • সীমান্তের ‘ইয়াবা মাফিয়া’ মনির বরখাস্ত হয়েও পল্লী সঞ্চয় ব্যাংকে বহাল!
  • উখিয়ায় চাকমা নারীকে ধর্ষণের চেষ্টা: রোহিঙ্গা যুবক আটক
  • টেকনাফে কুপিয়ে এক যুবককে হত্যার চেষ্টা
  • টেকনাফ থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
  • দেশের সম্পদ রক্ষা করি এবং পরের হক নষ্ট না করি-ধর্ম উপদেষ্টা
  • টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে পুকুরে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে 
  • সাংবাদিক শাহজাহান কমরের রুহের মাগফিরাত কামনায় শরীয়তপুরে দোয়া মাহফিল
  • সেন্টমার্টিন গামী কেয়ারী সিন্দাবাদ জাহাজের অফিসে অগ্নিকান্ড,বিজিবির প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
  • সড়কে প্রাণ গেলো দুই যুবকের
  • কক্সবাজারে ৫ সাংবাদিকের ওপর হামলার ঘটনায় শাস্তি দাবি করে সাংবাদিক সংসদের নিন্দা
  • চোরাচালানকারী ও মানবপাচারকারীদের বিরুদ্ধে নোট নিচ্ছি, কাউকে ছাড় দেওয়া হবে- রামু থানায় স্বরাষ্ট্র সচিব

    চোরাচালানকারী ও মানবপাচারকারীদের বিরুদ্ধে নোট নিচ্ছি, কাউকে ছাড় দেওয়া হবে- রামু থানায় স্বরাষ্ট্র সচিব

      রিজন বড়ুয়া: চোরাচালানকারী ও মানবপাচারকারীদের বিরুদ্ধে নোট নিচ্ছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র ...