মান্দা (নওগাঁ) সংবাদদাতা:
নওগাঁর মান্দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাই সাইকেল বিতরণ করা হয়েছে।
রোববার দুপুর ১২টার দিকে উপজেলার হলরুমে উপজেলার নির্বাহী অফিসার আবু বাক্কার সিদ্দিক এর সভাপতিত্বে এসব বিতরণ করা হয় ।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ইমাজ উদ্দিন প্রামাণিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক মোল্যা।
উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, গৌতম মহন্ত, সমাজ সেবা কর্মকর্তা সাকিল আহমেদ।
এ সময় প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ২৪০০ টাকা করে এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ৬ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান ও দুস্থ অসহায় পরিবারের মাঝে নগদ টাকা প্রদান করা হয়। এছাড়াও ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে ১০ জনকে বাইসাইকেল বিতরণ করেন।
পাঠকের মতামত