
পলাশ বড়ুয়া:
আমার বাবার পাশের চেয়ারে বসা মানুষটি আজো আমার পরিবারের সাথে বেঈমানি করেছে। আমার পিতা মরহুম বখতিয়ার আহমদ দীর্ঘ ১৭ বছর এই জনপদের মানুষের খেদমত করেছে।
গত বছর কিছু কুলাঙ্গার রাতের আধাঁরে তাঁকে তুলে নিয়ে যায়। সকালে লাশ হিসেবে ফেরত দেয়।
আমার পিতার মৃত্যুর পরে রাজাপালং ৯নং ওয়ার্ডের মেম্বার পদটি শূণ্য হয়। পরে উপ-নির্বাচন দিলে সুবিধাভোগী ওই মানুষটি দুর্দিনে পাশে না থেকে আমার বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
আসন্ন ১১ নভেম্বরের নির্বাচনেও নির্লজ্জ নুরুল হক খাঁন আবারো প্রার্থী হয়েছেন। এই বিচার সাধারণ ভোটাররা ব্যালটের মাধ্যমে করবেন।
রোববার বিকেল ৪ টার দিকে উখিয়া পাতাবাড়ির খেলার মাঠে নির্বাচনী জনসভায় বর্তমান মেম্বার হেলাল উদ্দিন এ কথা বলেন।
এ সময় তিনি পুনরায় মোরগ প্রতীকের ভোট দিয়ে রোহিঙ্গা অধ্যুষিত স্থানীয় মানুষের সেবা করার সুযোগ দিতে বলেন।
অবসর প্রাপ্ত শিক্ষক অরবিন্দু বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, এনআই চৌধুরী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিলন বড়ুয়া, বিনয় বড়ুয়া, শাহীনা আকতার, রিপন বড়ুয়া প্রমুখ।
হাজারো মানুষের অংশগ্রহণে নির্বাচনী এই সভা সঞ্চালনা করেন জহির আহমদ।
পাঠকের মতামত