২৬ কোটি টাকার ইজারার সেই আলোচিত-রামুর গর্জনিয়া বাজার পরিদর্শন করলেন ডিসি সালাহউদ্দিন
দেশের বহুল আলোচিত ককসবাজারের রামুর গর্জনিয়া বাজার পরিদর্শন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সালাহ ...
সিএসবি২৪ রিপোর্ট:
কক্সবাজারের উখিয়ায় আসন্ন ইউপি নির্বাচনে মাঠে থাকবেন অতিরিক্ত ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
তাদের নিয়োগের জন্য জেলা নির্বাচন অফিসার বরাবরে এক পত্র প্রেরণ করেছেন নির্বাচন কমিশন।
৪ নভেম্বর নির্বাচন কমিশনের উপসচিব মো: আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পরিপত্রে বিষয়টি নিশ্চিত করেছেন।
এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে ২৫টি মোবাইল টীম ও স্ট্রাইকিং ফোর্স মাঠে থাকবেন বলে সূত্রে জানা গেছে।
এছাড়াও রোহিঙ্গারা যাতে কোন প্রার্থীর পক্ষে প্রভাবিত হয়ে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেই লক্ষ্যে রাজাপালং ও পালংখালী ইউনিয়নের ২৫ টি ক্যাম্পে রোহিঙ্গাদের গমনাগমণ নিয়ন্ত্রণের জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহকে তাগিদ দিয়েছেন নির্বাচন কমিশন।
পাঠকের মতামত