
নিজস্ব প্রতিবেদক ॥
কক্সবাজারের উখিয়ায় আসন্ন ইউপি নির্বাচনের প্রচারণা করতে গিয়ে মেম্বার প্রার্থী ও প্রতিপক্ষ সমর্থকদের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মেম্বারপ্রাথী সালাউদ্দিনসহ কয়েকজন আহত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
শনিবার দুপুরে রাজাপালং ইউনিয়নের কামারিয়ার বিল এলাকায় ফুটবল প্রতীকের প্রার্থী সালাউদ্দিন ও মোরগ প্রতীকের শাহনেওয়াজের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটেছে।
ঘটনার পরপরই সালাউদ্দিনের বিক্ষুদ্ধ সর্মথকরা রাজাপালংস্থ তার বাড়ির সামনে সড়ক অবরোধের চেষ্টা করলে উখিয়া উপজেলা প্রশাসন ও থানা পুলিশ কঠোর অবস্থানে নিয়ে কোন ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়নি।
এ ঘটনায় আহত সালাউদ্দিন মেম্বারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে বলে জানা গেছে।
তবে প্রত্যক্ষদর্শীরা কি বলছে শুনুন :- https://m.facebook.com/watch/?v=2663601023943336&_rdr
পাঠকের মতামত