হাটহাজারীকে সড়ক দুর্ঘটনায় নিহত ২
হাটহাজারীতে সড়ক দূর্ঘটনায় মো.সাজ্জাদ (২৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ...
সিএসবি২৪ ডেস্ক:
পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে বুধবার একটি বাস খাদে পড়ে যাওয়ায় শিশুসহ কমপক্ষে ২০ জন প্রাণ হারিয়েছে। খবর এএফপি’র।
স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কর্মকর্তা রাজা মোয়াজ্জাম জানান, “৪০ জন যাত্রী নিয়ে রাওয়ালপিন্ডি যাওয়ার পথে বাঁক নেওয়ার সময় বাসটি গভীর খাদে পড়ে যায়।”
তিনি দুর্ঘটনার জন্য দ্রুত গতিকে দায়ী করে বলেন, “কর্তৃপক্ষ মৃতদেহ ও আহতদের উদ্ধার করার চেষ্টা করছে।”
পাকিস্তান শাসিত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদের প্রায় ১৬০ কিলোমিটার (৯৫ মাইল) পূর্ব দিকে দুর্গম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রশাসনের আরেকজন কর্মকর্তা এ দুর্ঘটনায় ২৩ জনের প্রাণহানির খবর জানিয়েছেন।
পাঠকের মতামত