
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নের কারণে বাংলাদেশ আজ বিশ্বের বুকে রুল মডেল। কক্সবাজার জেলার মধ্যে আওয়ামীলীগ সরকারের আমলে যত উন্নয়ন হয়েছে বিগত কোন সরকারের আমলে এত উন্নয়ন হয়নি। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আগামী ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থীদের ভোট দিন।
মঙ্গলবার বিকেলে রামুর ঈদগড় বাজারে নৌকা মার্কার সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ঈদগড় ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাঙ্গালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মাহবুবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী, পৌর আওয়ামীগের সভাপতি নজিবুল ইসলামসহ অনেকে বক্তব্য রাখেন।
এতে বাংলাদেশ আওয়ামীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী ঈদগড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী নুরুল আলম। সাধারণ সম্পাদক কায়েসুল ইসলাম বাঙ্গালীসহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত