
পলাশ বড়ুয়া ॥
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ওয়ার্ল্ড ভিশনের তত্ত্বাবধানে সেফটি ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন।
রোববার সকাল সাড়ে ১০ টার দিকে উখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্প-৮ ইষ্ট এর ব্লক-বি ২৩ এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলো, ওই ব্লকের নাজির হোসেনের ছেলে সাদ্দাম (২৫) ও ব্লক এইচ ২২ এর নুরুল আমিন ( ২৭)। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে আহত হয়েছে ক্যাম্প-১০ এইচ ১২ এর মনির আহমদের ছেলে কবির আহমদ (৩০)। সে নিকটস্থ এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা এপিবিএন সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে সন্ধ্যা পৌনে সাতটার দিকে ওয়ার্ল্ড ভিশন এর কমিউনিকেশন অফিসার সুমন গোমেজ বলেন, আমাদের টীম ওই ক্যাম্পের সিআইসি’র সাথে কথা বলে এখনো ফিরে আসেনি। তারা ফেরার পর বিস্তারিত জানা যাবে।
৮-এপিবিএন এর অধিনায়ক কামরান হোসেন বলেন, সকালে সেফটি ট্যাংক পরিষ্কার করতে দুইজন রোহিঙ্গা নিহত হয়েছে। পরে ক্যাম্প ইনচার্জ (সিআইসি’র) অনুমতিক্রমে নিহতদের মৃতদেহ স্বজনদের কাঝে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে রোহিঙ্গা ক্যাম্প-৮ইস্ট ক্যাম্প ইনচার্জ মো: আহসান হাবীব জানিয়েছেন, ক্যাম্পের সেফটি ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই রোহিঙ্গা নিহত হয়েছে। তাদের উদ্ধার করতে গিয়ে আরেকজন আহত হয়েছে। নিহতরা ওয়ার্ল্ড ভিশনের নিয়োজিত শ্রমিক বলেও তিনি নিশ্চিত করেন।
পাঠকের মতামত