প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশে বৌদ্ধদের খোঁজখবর নিতে এসেছি : জাহাঙ্গীর কবির চৌধুরী
প্রকাশ: ২০২১-১০-২১ ০২:৫৯:১৭ || আপডেট: ২০২১-১০-২১ ০৩:০৬:৩৭

নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তাই আজ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ জনগোষ্ঠীর খোঁজখবর নিতে এসেছি। যাতে কোন সাম্প্রদায়িক গোষ্ঠী যাতে রাজনৈতিক ফায়দা লুটতে না পারে। এটা প্রধানমন্ত্রীর নির্দেশ।
বুধবার বিকেলে উখিয়ার রাজাপালংয়ের বিভিন্ন প্যাগোডায় গিয়ে বৌদ্ধ ভিক্ষু ও উপাসক-উপাসিকাদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী এ কথা বলেন।
তিনি বৌদ্ধদের স্বাচ্ছন্দ্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন করার বিষয়ে আশ্বাস দেন।
এ সময় প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সরকারি অনুদান এবং বিভিন্ন বিষয়ে খবর নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা করেন পূণ্যার্থীরা।
বিহার পরিদর্শন কালে সাথে ছিলেন, এনআই চৌধুরী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মিলন বড়ুয়া, শিক্ষক রাহুল বড়ুয়া আদিত্য প্রমুখ।
উল্লেখ্য, বিশ্ব বৌদ্ধদের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা আজ। এ উপলক্ষে কক্সবাজারের উখিয়ায় শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে দিবসটি পালিত হয়েছে।