উখিয়ায় শেখ রাসেল এর জন্মদিন পালন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট
প্রকাশ: ২০২১-১০-১৯ ০৯:১৮:৪৩ || আপডেট: ২০২১-১০-১৯ ০৯:২৮:৪৬

বার্তা পরিবেশক:
কেক কাটার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর শুভ জন্মদিন পালন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উখিয়া উপজেলা শাখা।
সোমবার (১৮-১০-২১) সন্ধ্যা ৭টার দিকে দিবসটি পালিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।
এসময় তিনি বলেন, “১৯৭৫ সালে ১৫ অগাস্ট কালোরাতে যেভাবে বঙ্গবন্ধুর পরিবারে হত্যাযজ্ঞ চালানো হয়েছিলো এমনকি বাঁচতে পারেনি ছোট্ট শিশু শেখ রাসেলও। কি দোষ ছিলো এই ছোট মাসুম বাচ্চাটার। এই হত্যাকান্ডের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না”।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উখিয়া শাখার আহ্বায়ক রুপন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যুগ্ম আহ্বায়ক শিল্পী সোহেল খান, ঠিকাদার মফিজ উদ্দিন ও আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে মরহুমের আত্নার মাগফেরাত কামনা করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।