
নিজস্ব প্রতিবেদক:
রোহিঙ্গা ক্যাম্পের আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত
৮-আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) এর সাথে উখিয়ায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১২সেপ্টেম্বর) দুপুরে রাজাপালং ৮এপিবিএন কার্যালয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার সিহাব কায়সার খান পিপিএম এবং সকল অতিরিক্ত পুলিশ সুপার।
এ সময় রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠীর মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ৮ এপিবিএন সদস্যদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ ছাপানোর ক্ষেত্রে সাংবাদিকদের সজাগ থাকতে হবে।
ক্যাম্প ও ক্যাম্পের বাইরে আইনশৃঙ্খলার অবনতির তথ্য পেলে মুহুর্তেই যোগাযোগ করে সহযোগিতা করার অনুরোধ জানান এপিবিএন কর্মকর্তাবৃন্দ।
সাংবাদিক পক্ষ থেকেও স্থানীয়দের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
পাঠকের মতামত