
এইচ.কে রফিক উদ্দিন, উখিয়া:
কক্সবাজারে উখিয়ায় নির্বিচারে পাহাড় কর্তন ও পরিবেশ নস্টের মহাযজ্ঞ থামছে না। এ নিয়ে পরিবেশ রক্ষার দাবীতে গণস্বাক্ষর পূর্বক অভিযোগ করেছে স্থানীয়রা।
অভিযোগে প্রকাশ, উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের পাশে বনভুমির বিশাল আকৃতির পাহাড় কেটে দালান নির্মাণ করছে ডেইলপাড়া এলাকার ফরিদ আলমের ছেলে মো: জাফর আলম প্রকাশ ইয়াবা জাফর নামে এক নব্য কোটিপতি।
এদিকে তার কর্তনকৃত পাহাড়ের মাটি বৃষ্টির পানির সাথে চলাচলের রাস্তায় এসে ড্রেইন ভরাটসহ বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করাতে স্হানীয়রা নিরুপায় হয়ে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার উপ-পরিচালক বরাবর অভিযোগ দায়ের করে।
অভিযোগ সুত্রে জানা গেছে, জাফর মাদক কারবার করে হঠাৎ কোটিপতি বনে যাওয়ায় কাউকে তোয়াক্কা না পাহাড় কাটা ও ঘর নির্মাণ অব্যাহত রেখেছে। কেউ প্রতিবাদ করলে শায়েস্তা করা ও দেখে নেওয়ার হুমকি দিয়ে যাচ্ছে।
মানবাধিকার সংস্হা হিউম্যান রাইটস সোসাইটি কক্সবাজার জেলার তদন্ত কর্মকর্তা মৌলানা জাফর আলম বলেন, অভিযুক্ত জাফর ইয়াবা ব্যবসা করে গাড়ি, বাড়ি ও অঢেল সম্পদের মালিক বনাতে প্রশাসনকে তোয়াক্কা না করে দিব্যি তার অনৈতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তাই তাকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ ব্যাপারে জানতে অভিযুক্ত জাফরের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে উখিয়া বন কর্মকর্তা গাজী শফিউল ইসলাম জানান,সরকারি বনভুমি জবর দখলকারী ও পাহাড় কর্তন কারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।
পাঠকের মতামত