
নিজস্ব প্রতিবেদক:
দক্ষিণ কক্সবাজারের সর্বোচ্চ বিদ্যাপীঠ উখিয়া কলেজে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে কলেজ জিবি’র সভাপতি এবং উখিয়ার ইউএনও নিজাম উদ্দিন আহমেদ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার বিকেলে ৫ টার দিকে অনার্স ভবনের নিচ তলায় সৃষ্ট আগুনে পুরো কলেজ এলাকা ধোঁয়াশাচ্ছন্ন হয়ে যায়।
তাৎক্ষণিক স্থানীয় লোকজন ও উখিয়া ফায়ার সার্ভিস ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ ব্যাপারে উখিয়া কলেজ অধ্যক্ষ অজিত কুমার দাশ জানিয়েছেন, নিচতলার একটি কক্ষ জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর স্টোর রুম হিসেবে ব্যবহার করত। সেখানে কিছু কাপড়-চোপড় ছিল। কক্ষটির দরজা-জানালা সব বন্ধ ছিল। কিভাবে আগুন লেগেছে এই মুহুর্তে বলা যাচ্ছে না।
উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ও জিবির সভাপতি নিজাম উদ্দিন আহমেদ বলেন, একটি কক্ষে আগুন লেগে কিছু কম্বল পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সুত্রপাত সম্পর্কে তদন্তের পরে জানা যাবে।
পাঠকের মতামত