
নিজস্ব প্রতিবেদক:
গোপালগঞ্জের ঐতিহাসিক টুঙ্গিপাড়ায় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নবগঠিত ট্রাস্টিবৃন্দ।
বুধবার ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান-২ বেগম আরমা দত্ত এম.পির নেতৃত্বে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির সমাধিতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব জয়দত্ত বড়ুয়া স্বাক্ষরিত এক বার্তায় বিষয়টি জানিয়েছেন।
এ সময় উপস্থিত সকলে জাতির পিতার পারলৌকিক শান্তি কামনা করে যার যার ধর্ম অনুযায়ী দোয়া ও প্রার্থনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়
শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া, ট্রাস্টি মিথুন রশ্মি বড়ুয়া, ট্রাস্টি ববিতা বড়ুয়া, ট্রাস্টি রুপনা চাকমা, ট্রাস্টি মং ক্য চিং চৌধুরী, ট্রাস্টি রঞ্জন বড়ুয়া, ট্রাস্টি জয়সেন তঞ্চঙ্গ্যা, ট্রাস্টি জ্যোতিষ সিংহ।
আরও উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু: আ: আউয়াল হাওলাদার, উপসচিব ও প্রকল্প পরিচালক মো: সাখাওয়াত হোসেন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব মি: জয়দত্ত বড়ুয়া, উপ-পরিচালক শ্যামল মিত্র বড়ুয়াসহ ট্রাস্টের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
মোনাজাত ও প্রার্থনা শেষে সিনিয়র ভাইস-চেয়ারম্যান-২ বেগম আরমা দত্ত এম.পি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
পাঠকের মতামত