
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের অংশ গ্রহণের কোভিট ১৯ পরিস্থিতি বিবেচনায় জনস্বাস্থ্য ও বিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম চালু করনের লক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।
একাডেমিক সুপারভাইজার রেজাউন নবির সঞ্চালনায় অন্যানের মধ্যে সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহেদুল ইসলাম, রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তব্য শেষে সভাপতি সরকারের নিয়ম অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ও বিদ্যালয়গুলি পরিস্কার পরিচ্ছন্নতা করে আগামী ১২ তারিখ থেকে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার নির্দেশ প্রদান করেন।
পাঠকের মতামত