প্রকাশিত: ০৭/০৯/২০২১ ১০:০৫ পূর্বাহ্ণ
কেঁচো সার বিতরণের নামে এনজিও "সুশীলন" এর প্রতারণা

 

রফিকুল ইসলাম:
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে কৃষি উন্নয়নের কথা বলে কেঁচো সার দেওয়ার নামে প্রতারণা করছে এনজিও সুশীলন। দেওয়ার কথা ভার্মিং কম্পোস্ট বা কেঁচো জৈব সার। দেয়া হচ্ছে ছাইভষ্ম, বালিমাটি মিশ্রিত নিম্নমানের কথিত ভার্মি কম্পোস্ট সার। এ ধরণের জালিয়াতির বিষয়টি জানাজানি হলে উপজেলা কৃষি অফিস ৩৫ হাজার কেজি কেঁচো সার বিতরণ বন্ধ করে দিয়েছে।

যদিও ইতিমধ্যে তিনটি ক্যাম্পের ৯ হাজার রোহিঙ্গা উপকারভোগীদের মাঝে এধরনের ছাইভষ্ম বিতরন সম্পন্ন করেছে এনজিওটি।

উখিয়ার স্হানীয় ৭ হাজার কৃষকের মাঝে বরাদ্দকৃত আরো ৩৫ হাজার কেজি কেঁচো সার বিতরণ কার্যক্রম বন্ধ করে দিয়েছে উখিয়া কৃষি অফিস।

আন্তর্জাতিক উন্নয়ন সংগঠন ‘হেলভেটার্স ইন্টারন্যাশনাল’ এর অনুদানে এসব জৈবসার বিনামূল্যে বিতরনের কাজ করছে এনজিও সুশীলন।

উখিয়া উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু তাহের বলেন, কোন ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই এনজিওগুলো খুবই নিম্নমানের ও পরিবেশের ক্ষতিকর বিভিন্ন পণ্য সামগ্রী বিতরণ করছে। সরকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকের নিকট থেকে এসব পণ্য সামগ্রী রোহিঙ্গাদের মাঝে বিতরণের পূর্বে মান যাচাইয়ের নির্দেশনা রয়েছে।

কিন্তু এনজিও গুলো অধিকাংশ ক্ষেত্রে সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অগোচরে বিদেশী অনুদানের অর্থে যাচ্ছেতাই করছে। রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক এনজিওগুলোর নিয়ন্ত্রণহীন কর্মকাণ্ডে স্হানীয় পরিবেশ ও প্রতিবেশের ব্যাপক ক্ষতির আশংকা দেখা দিয়েছে বলে তিনি জানান।

তিনি আরও জানান, দেখা গেছে ছাইভষ্ম, বালিমাটির মিশ্রণ করে ৫ কেজির প্যাকেটজাত করা কেঁচো সার রোহিঙ্গাদের মাঝে বিতরণ করা হয়েছে। এসব ভেজাল ও নিম্নমানের কথিত সারের রংয়ের উজ্জ্বলতা আনতে মিশ্রন ঘটানো হয়েছে ময়লাযুক্ত মাটি ও ধানের তুষের ছাই।এসব ভেজাল ছাইভষ্ম দিয়ে এখানকার মাটির উর্বরতা নষ্ট করা হচ্ছে। এব্যাপারে উপজেলা কৃষি অফিসারকে অবহিত করা হয়েছে।

এনজিও সুশীলনের ‘এনহ্যাচমেন্ট ফর সোস্যাল লাইভলিহুড’ প্রকল্পের সমন্বয়কারী আশরাফুল আলম বলেন, বিদেশি একটি এনজিও’র অর্থায়নে ৯ হাজার রোহিঙ্গা ও ৭ হাজার স্হানীয় কৃষক এ প্রকল্পের আওতাভুক্ত। গত সপ্তাহে ৯ হাজার রোহিঙ্গাদের মাঝে আলোচিত কেঁচো সার বিতরণ সম্পন্ন হয়েছে। সারের গুণগত মান নিয়ে অভিযোগ উঠায় বিতরণকৃত সারগুলো ব্যবহার না করতে উপকারভোগী রোহিঙ্গাদের নিষেধ করা হয়েছে।

তিনি বলেন, মনোনীত স্হানীয় ৭ হাজার কৃষকের মাঝে এ সার বিতরণ স্থগিত করা হয়েছে। আমাদের তালিকাভুক্ত ভেন্ডর উখিয়া সদরের এসকে অটো রাইস মিল তারা কোন জায়গা থেকে এ সার সংগ্রহ করেছে তা জানাতে বলা হয়েছে। এসব পণ্য বিতরণের পূর্বে মান যাচাইয়ের কোন ব্যবস্হা তারা নেয়নি বলে স্বীকার করেন তিনি।

অভিযোগ উঠেছে, স্হানীয় বাজারে প্রতি কেজি কেঁচো সার ১৫- ১৭ টাকায় বিক্রি হলেও এনজিওটি ভেণ্ডরের সঙ্গে আঁতাত করে প্রতি কেজি ২৫ টাকা হারে ক্রয় করছে। এতে ঐ এনজিওর সংশ্লিষ্টদের সাথে ভেণ্ডরের আর্থিক অনৈতিক লেনদেনেরও অভিযোগ উঠেছে। অথচ এসব আর্থিক অনিয়মের কথা সুশীলনের ঐ কর্মকর্তা অস্বীকার করেন।

উখিয়া উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার বলেন, ভার্মি কম্পোস্ট এর নামে বিতরণকৃত ছাই মাটির নমুনা সংগ্রহ করা হয়েছে। দেখা গেছে ওখানে এক শতাংশও ভার্মি কম্পোস্টের উপস্থিতি নেই। এগুলো বিতরণের পূর্বে এনজিওটি আমাদের অবহিত করেনি। কারা উপকারভোগী তাও জানি না।

তিনি বলেন, এসব ভেজাল কৃষিজ সারে গাছের চারা তো উঠবেই না, বরং ভূমির মাটি ক্ষতিগ্রস্ত হবে। হউক ওরা রোহিঙ্গা, তাদের আমরা মানবিক আশ্রয় দিয়েছি। তাই বলে ওদের সাথে অমানবিক আচরণ কোনভাবে কাম্য নয়।

কৃষি অফিসার বলেন, সুশীলন নামক এনজিওকে অবিলম্বে বিতরণকৃত ভার্মি কম্পোস্ট সারের মানদণ্ড ও ক্রয় সংক্রান্ত প্রমাণ নিয়ে উপস্থিত হতে বলা হয়েছে। বিভিন্ন অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে এসব কেঁচো সার সংগ্রহ ও বিতরণ করা হয়েছে তার অনেক তথ্য নিশ্চিত হয়েছে বলে তিনি জানান।

পাঠকের মতামত

  • সেন্টমার্টিনে শতাধিক অসহায়কে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান
  • তীব্র পানির সংকটে টেকনাফে বিপর্যস্ত জন-জীবন
  • টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার
  • ছাত্রশিবির হচ্ছে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আদর্শিক কাফেলা : কেএম মকবুল হোসাইন
  • বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহিষারে ইফতার ও দোয়া মাহফিল
  • ডেভিল হান্ট অপারেশনে আওয়ামী লীগ নেতা মোঃ শরীফ মেম্বার গ্রেফতার
  • শরীয়তপুরে মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
  • বিএনপি নেতার হাত কর্তনকারী ৩৯ মামলার আসামি ও ইউপি সদস্য এনামের ফাঁসির দাবিতে মানববন্ধন
  • নিখোঁজের ৩০ ঘন্টা পর বিজিবি সদস্যের মৃতদেহ উদ্ধার
  • কিশোরগঞ্জের এডিসি হলেন আমিমুল এহসান
  • সেন্টমার্টিনে শতাধিক অসহায়কে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান

    সেন্টমার্টিনে শতাধিক অসহায়কে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান

      আব্দুস সালাম, টেকনাফ:: দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী ...
    বিএনপি নেতার হাত কর্তনকারী ৩৯ মামলার আসামি ও ইউপি সদস্য এনামের ফাঁসির দাবিতে মানববন্ধন

    বিএনপি নেতার হাত কর্তনকারী ৩৯ মামলার আসামি ও ইউপি সদস্য এনামের ফাঁসির দাবিতে মানববন্ধন

      আব্দুস সালাম, টেকনাফ : টেকনাফ সদর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য, আত্মস্বীকৃত মাদক কারবারি, ...

    টেকনাফে অপহরণকারীদের আস্তানা থেকে মুমূর্ষু অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার

      আব্দুস সালাম, টেকনাফ টেকনাফে গহীন পাহাড়ের অপহরণকারীদের আস্তানা থেকে মুমূর্ষু অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার ...