ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত
টেকনাফ প্রতিনিধি: টেকনাফের কচুবনিয়া এমপি বদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান ...
নিজস্ব প্রতিবেদক ॥
উখিয়ায় শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে ১৯ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। শনিবার (৩ সেপ্টেম্বর) বিকালে এ অভিযান চালানো হয়।
আটক মাদক কারবারির নাম মোঃ বোরহান উদ্দিন (১৯)। সে রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা করইবনিয়া এলাকার সৈয়দ হামজার ছেলে।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, র্যাবের একটি দল উখিয়া সদর শহীদ মিনার সংলগ্ন মালভিটা রাস্তার মাথায় অভিযান চালিয়ে সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করে। পরে তার সাথে থাকা একটি পলিথিন ব্যাগ তল্লাশি চালালে ১৯ হাজার ৫০০ পিস ইয়াবা পাওয়া যায়।
আটক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
পাঠকের মতামত