
প্রেস বিজ্ঞপ্তি : গণতন্ত্র, স্বাধীনতা ও শোষণমুক্ত একটি সুখী সুন্দর জীবনের জন্য কলে-কারখানায়, ক্ষেতে-খামারে-কর্মস্থলে শিক্ষাঙ্গনে আর রাজপথে লড়াইরত যুব সংগঠন বাংলাদেশ যুব ইউনিয়ন।
সোনালী জীবনের স্বপ্নকে বুকে লালন করে মাতৃভূমির স্বাধীনতার জন্য অগণিত তরুণ তাজা প্রাণ আত্মাহুতি দিয়ে মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছে।
বাংলাদেশ যুব ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদের কমিটি গঠিত হয়েছে। ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদের সাবেক সভাপতি, কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি শহীদুল্লাহ শহীদ কে সভাপতি, ফাতেমা আক্তার মার্টিন সহ-সভাপতি, ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক, প্রগতিশীল আন্দোলনের অন্যতম সংগঠক মনির মোবারক কে সাধারণ সম্পাদক, চট্রগ্রাম কলেজ ছাত্র ইউনিয়নের অন্যতম ছাত্রনেতা, সাংবাদিক জসিম আজাদ কে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্যের জেলা কমিটি গঠিত হয়।
আজ ৩ সেপ্টেম্বর কক্সবাজারে অনুষ্ঠিত সভায় উক্ত কমিটির অনুমোদন প্রদান করেন বাংলাদেশের যুব আন্দোলনের অন্যতম সংগঠক যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম।
এসময় উপস্থিত ছিলেন যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য সনৎ বড়ুয়া।
পাঠকের মতামত