
পলাশ বড়ুয়া:
রোহিঙ্গা ক্যাম্পে এক হেডমাঝিকে অপসারণ পূর্বক নিজেকে হেডমাঝি করার জন্য ঘুষ দিতে দিয়ে মো: শোয়েব নামে এক রোহিঙ্গাকে আটক করে জরিমানা ও ৭ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আটক ও সাজাপ্রাপ্ত রোহিঙ্গার নাম মোঃ শোয়েব হোসেন (৩১)। সে হাকিমপাড়া ক্যাম্প-১৪ এর ব্লক-বি-৩ এর মৃত আলী আহমদের ছেলে।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে উখিয়াস্থ রোহিঙ্গা ক্যাম্প-১৪ হাকিম পাড়ায় এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, রোহিঙ্গা মোঃ শোয়েব (৩১) হেডমাঝি মোঃ হামিদ কে অপসারন করে তাকে হেড মাজি করার জন্য ক্যাম্প-১৪ এর সিআইসি মঞ্জুর আহসানকে নগদ ৮০ হাজার টাকা ঘুষ প্রদান করার সময় সিআইসি নিজেই তাকে আটক করেন।
পরে সিআইসি রবিউল ইসলাম ও সংশ্লিষ্ট এপিবিএন পুলিশের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করে। দন্ড বিধি ১৮৬০ এর ৩৫৩ ধারায় সরকারী কার্যে বিঘ্ন সৃষ্টিকারী হিসেবে ৮০ হাজার টাকা জরিমানা এবং ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
পাঠকের মতামত