শামলাপুর ঢালা থেকে অপহৃত দুই পথচারীকে উদ্ধারে গহীন পাহাড়ে পুলিশের অভিযান
আব্দুস সালাম,টেকনাফ টেকনাফের শামলাপুর-হোয়াইক্যং ঢালা থেকে অপহৃত দুই পথচারীকে উদ্ধারে পাহাড়ে অভিযান চালিয়েছে পুলিশ। ...
নিজস্ব প্রতিবেদক ॥
কক্সবাজারের উখিয়ায় শ্বশুর বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে দুই রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো তিনজন।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ১৭ এর এইচ/১০৪ সাব ব্লকে মোহাম্মদ সালামের বসতঘরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, ক্যাম্প ৮ এর মো.হারেস ও ক্যাস্প ২ এর ওয়েস্ট, ব্লক ডি/৪ এর নাজমুল হাসান। সম্পকে তারা দুজন ভায়রা ভাই।
আহতরা হলো, ক্যাম্প ১৭ এর মো.হাকিমের ছেলে মো.সালাম (৩৫) ও তার দুই মেয়ে। তারা কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এবিষয়ে ক্যাম্প ১৭ ব্লক এইচ ১০৪ মাঝি জাফর বলেন, সালামের দুই মেয়ে তাদের স্বামীকে নিয়ে বাপের শেডে বেড়াতে আসে। রাতের বজ্রপাতে দুই মেয়ের জামাই মারা যায়।
আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) ১৪ এর অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পাঠকের মতামত