প্রকাশিত: ০১/০৯/২০২১ ৫:৫৩ অপরাহ্ণ , আপডেট: ০১/০৯/২০২১ ৬:০৬ অপরাহ্ণ
কিউইদের সর্বনিম্ন রানের লজ্জায় ডুবালো টীম টাইগার

 

খেলাধুলা:

নয় রান তুলতেই ৪ উইকেট হারানো কিউইদের টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানের লজ্জায় ডুবালো টীম টাইগার।

বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে এসে ১৬ দশমিক ৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৬০ রান সংগ্রহ করে সফরকারীরা। এটি তাদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বনিম্ন রান।

এর আগে ২০১৪ বিশ্বকাপে বাংলাদেশের মাটিতে শ্রীলঙ্কার সঙ্গে ৬০ রানে সবকটি উইকেট হারানোর রেকর্ডটি তাদের সর্বনিম্ন রানের রেকর্ড ছিল।

ফিল্ডিংয়ে দারুণ শুরু করে টাইগার স্পিনাররা। ইনিংসে প্রথম ওভারে বল হাতে ব্রেক থ্রো এনে দেন শেখ মেহেদী। পরের ওভারে নাসুম উইকেট না পেলেও তৃতীয় ওভারে বল করতে এসেই উইল ইয়াংকে ফেরান সাকিব। চতুর্থ ওভারে বল হাতে শুরুতে কলিন ডি গ্র‌্যান্ডহোম ও শেষ বলে টম ব্লান্ডেলকে ফেরান নাসুম।

মাত্র ৯ রান তুলতেই চার উইকেট হারিয়ে বিপাকে পড়া দলের দায়িত্ব পড়ে অধিনায়ক টম ল্যাথাম ও হেনরি নিকোলসের কাঁধে। দারুণভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যান তারা। ৪১ বলে ৩৪ রানের জুটি গড়ে মাঠ ছাড়েন ল্যাথাম। মোহাম্মদ সাইফউদ্দিনের বলে নাসুমের তালুবন্দি হন তিনি। ২৫ বলে এক চারে ১৮ রান তোলেন কিউই অধিনায়ক।

পরের ওভারে বল করতে এসে নতুন ব্যাটসম্যান কোল ম্যাকননিকে ফেরান সাকিব আল হাসান। শট মিডউইকেটে থাকা মুশফিকুর রহিমের তালুবন্দি হন তিনি। তিন বল খেলেও শূন্য রানে ফেরেন এই ব্যাটসম্যান। সাইফের পরের ওভারে ফেরেন নিকেলস। লং অনে দাঁড়িয়ে এবারও বলটি তালুবন্দী করেন মুশফিক।

১৫তম ওভারে প্রথম মুস্তাফিজের হাতে বল তুলে ধরেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বল হাতে প্রথম বলেই আস্থার প্রতিদান দেন তিনি। আজাজকে ফিরিয়ে কিউইদের ব্যাটিং লাইনআপের শেষটাও ভাঙেন তিনি। একই ওভারের পঞ্চম বলে ডগ ব্রেসওয়েলকে ফেরান তিনি। মাত্র ৫ রান করে ফেরেন তিনি। পরের ওভারে এসে কিউইদের দশম উইকেট তুলে নেন মুস্তাফিজ। জ্যাকব ডাফি ফিরিয়ে ৬০ রানে অল আউট করে বাংলাদেশ।

পাঠকের মতামত

  • শামলাপুর ঢালা থেকে অপহৃত দুই পথচারীকে উদ্ধারে গহীন পাহাড়ে পুলিশের অভিযান
  • বদি সহ ১৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • মহেশখালীতে মামার হাতে ভাগ্নে খুনের ঘটনায় আটক-৪
  • নাফ নদী থেকে নৌকাসহ ২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
  • হাটহাজারীকে সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে এক যুবক নিহত:আটক-১
  • ২৬ কোটি টাকার ইজারার সেই আলোচিত-রামুর গর্জনিয়া বাজার পরিদর্শন করলেন ডিসি সালাহউদ্দিন
  • রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদল
  • সিলেটের নিখোঁজ সেই ৬জন ৬দিন পর টেকনাফে উদ্ধার
  • বৃহস্পতিবার কক্সবাজার আসছেন দুই উপদেষ্টা: বাঁকখালী নদীর দখল-দূষণ পর্যবেক্ষণ ও নৌবন্দর সংক্রান্ত সভায় যোগ দেবেন
  • বৃহস্পতিবার কক্সবাজার আসছেন দুই উপদেষ্টা: বাঁকখালী নদীর দখল-দূষণ পর্যবেক্ষণ ও নৌবন্দর সংক্রান্ত সভায় যোগ দেবেন

    বৃহস্পতিবার কক্সবাজার আসছেন দুই উপদেষ্টা: বাঁকখালী নদীর দখল-দূষণ পর্যবেক্ষণ ও নৌবন্দর সংক্রান্ত সভায় যোগ দেবেন

      নিজস্ব প্রতিবেদক: নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থাপন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন এবং বন,পরিবেশ ও ...