
পলাশ বড়ুয়া ॥
উখিয়ায় বিজিবি দুই দফা অভিযান চালিয়ে ১ লক্ষ ৭০ হাজার পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে।
৩০ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে উখিয়ার ৪নং রাজাপালং ইউনিয়নের গোলডেবার পাহাড় এলাকায় রেজুআমতলী বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ফাঁদ পেতে থাকে।
পরবর্তীতে রফিক নুরুল আমিন (৩৫) নামে এক ব্যক্তি পায়ে হেঁটে সীমান্ত এলাকা হতে বাংলাদেশের দিকে আসতে দেখে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে। সে উখিয়ার রাজাপালং করইবুনিয়া এলাকার আলী হোসেন এর ছেলে।
ওই সময় তার পিঠে অতিকৌশলে বাঁধা অবস্থায় লুঙ্গি দিয়ে মোড়ানো ব্যাগ তল্লাশী করে ৭০ হাজার পীস বার্মিজ ইয়াবাসহ তাকে আটক করতে সক্ষম হয়।
পরে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে ডেইলপাড়া এলাকার সৈয়দ নুরের ছেলে মোঃ শাজাহান (২৭) সহ অজ্ঞাতনামা ইয়াবা কারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে আরও ১ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ জানান,
উদ্ধারকৃত ১ লক্ষ ৭০ হাজার ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এছাড়াও গত ০১ জানুয়ারি হতে অদ্যাবধি পর্যন্ত চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল ৩৫ লক্ষ ৪৭ হাজার ৫১৭ পিস বার্মিজ ইয়াবাসহ ১৬৩ জন আসামী আটক করা হয়।
পাঠকের মতামত