২৬ কোটি টাকার ইজারার সেই আলোচিত-রামুর গর্জনিয়া বাজার পরিদর্শন করলেন ডিসি সালাহউদ্দিন
দেশের বহুল আলোচিত ককসবাজারের রামুর গর্জনিয়া বাজার পরিদর্শন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সালাহ ...
নওগাঁ প্রতিনিধি:
জুয়ার আসর থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ।
রোববার দিবাগত গভীর রাতে নওগাঁর মান্দায় উপজেলার পরানপুর ইউনিয়নের বানিসর গ্রামের আলেফ নুরের মুদিখানার দোকনঘর থেকে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলো, আলেফ নুর (৩৬), মাসুদ রানা (৩২), জাকির হোসেন (৩০), আকতার হোসেন (২৮), আবুল কালাম (৪০), মামুনুর রশিদ (৪২), আল মামুন রশিদ (৩৭) ও আবদুর রাজ্জাক (৩৮)।
মান্দা থানার ওসি শাহিনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৮ জনকে আটক করা হয়েছে। এ সময় ১০ হাজার ২৯০ টাকাসহ জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে সোমবার নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।
পাঠকের মতামত