
এ রায়হান চৌধূরী রকি, আটোয়ারী : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় দীর্ঘ ২৪ বছর পর সহকারি কমিশনার (ভুমি) এসিল্যান্ড পেল আটোয়ারীবাসী।
রবিবার সকালে আটোয়ারী উপজেলা ভুমি অফিসে এসে প্রথম অফিস করেন তিনি।
রংপুর বিভাগায়ী কমিশনারের কার্যালয়ের একটি প্রজ্ঞাপনে ৩৬ তম বিসিএস এর শায়লা সাঈদ তন্নী নামের এক কর্মকর্তাকে যোগদান করার নিদের্শ প্রদান করেন।
উক্ত প্রজ্ঞাপনের আলোকে শায়লা সাঈদ তন্নী পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে ২২ আগস্ট যোগদান করেন।
যোগদানের পর ৫ দিনের ট্রেনিং শেষে ২৯ আগষ্ট প্রথম অফিস করেন তিনি।
শায়লা সাঈদ তন্নীর নিজ বাসা ব্রাক্ষনবাড়িয়া জেলায়। তন্নীর স্বামী মোঃ ইমরানুজ্জামান পার্শ্ববর্তী বোদা উপজেলার সহকারি কমিশনার (ভুমি) হিসেবে কর্মরত আছেন। মোঃ ইমরানুজ্জামান ঠাকুরগাঁও জেলার বাসিন্দা।
উল্লেখ্য, ১৯৮৯ সালে আটোয়ারী উপজেলা ভুমি অফিস স্থাপিত হয়ে ১৯৯৭ সাল পর্যন্ত এসিল্যান্ড ছিলেন। তারপর থেকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে চলে আসছিল ভুমি অফিস। দীর্ঘ দুই যুগ পরে এবার এসিল্যান্ড হিসেবে যোগদান করেন তিনি।
আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান বলেন, দীর্ঘ দিন থেকে এখানে অতিরিক্ত দায়িত্ব দিয়েই চলছে ভূমি অফিস। এদিকে প্রশাসনিক দায়িত্ব পালন শেষে এসিল্যান্ড অফিসের অতিরিক্ত দায়িত্ব পালন করা খুব কঠিন। আশা করি নতুন এসিল্যান্ড পেয়ে আটোয়ারীবাসী উপকৃত হবে বলে আমার বিশ্বাস।
পাঠকের মতামত