
সিএসবি২৪ রিপোর্ট:
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ইজিবাইকে ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশু চালককে আটক করেছে এপিবিএন।
নিহত শিশু রোহিঙ্গা ক্যাম্প-১৯, ব্লক ডি-৯ এর মঞ্জুর আলমের ছেলে শামসুর রহমান (০৪)।
শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৬ টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-১৯ এর ব্লক ডি/৯ রাস্তায় একটি টমটম গাড়ীর (ইজিবাইক) ধাক্কায় শামসুর আলম নামে রোহিঙ্গা শিশুটি গুরুতর আহত হয়।
পরে আহত শিশুটিকে দ্রুত আরটিএম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা। করে।
এ ঘটনায় ৮ এপিবিএন সদস্যরা টমটমসহ ড্রাইভার নুরুল আমিন (১৪) কে আটক করে। সে পালংখালী ইউনিয়নের ঘোনারপাড়া ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ নুরের ছেলে
গাড়ীর চালক শিশু হওয়ায় সংশ্লিষ্ট ক্যাম্পের সিআইসির মাধ্যমে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়।
পরে শিশুটির লাশ দাফনের কার্যক্রম প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ৮-এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার সোয়েব আহমেদ খান।
পাঠকের মতামত