কক্সবাজারের উখিয়ায় এক রোহিঙ্গার বসতঘর থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। মাদক কারবারে জড়িত থাকার অপরাধে বালুখালী ক্যাম্পের আনোয়ার ইসলাম নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়। সে ১০ নং রোহিঙ্গা ক্যাম্পের আহমদের ছেলে।
শনিবার (২৮ আগষ্ট) ভোররাতে উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে র্যাব ১৫।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, আনোয়ার ইসলাম দীর্ঘদিন ধরে নিজ বসতঘরে ইয়াবা মজুদ রেখে ক্রয়-বিক্রয় করে আসছিল। তার বসতঘরে বিপুল পরিমাণ ইয়াবা মজুদ আছে এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযান পরিচালনা করে। ওই সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আটক করা হয়। পরে তার বসতঘরের এক কোণায় একটি প্লাষ্টিকের বস্তার ভিতর থেকে ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয় বলে তিনি জানান।
পাঠকের মতামত