
শহীদুল ইসলাম:
কক্সবাজার টেকনাফে উখিয়ার দুই যুবক ও টেকনাফের একজনসহ ৩ মাদক কারবারীকে আটক করেছে র্যাব।
রবিবার (২২আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে কক্সবাজার র্যাব-১৫ এর একটি আভিযানিক দল টেকনাফ সদরের ক্ষেতিবিলস্থ বায়তুশ শরফ-কচুবনিয়া সড়কের কালভার্টের উপর ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় এ অভিযান পরিচালনা করে।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় উখিয়া রাজাপালং ইউনিয়নের ফলিয়া পাড়ার জাফর আলমের ছেলে ইসমাঈল (৩৭), একই এলাকার হাজির পাড়ার আব্দুল মালেকের ছেলে ইব্রাহীম (২০) ও টেকনাফ ডেইলপাড়ার মৃত ওমর মিয়ার ছেলে মোঃ আইয়ুব (৩১) কে আটক করে।
পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে শপিং ব্যাগটি তল্লাশী করে ১হাজার ৬’শ ১০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়।
পাঠকের মতামত