এ ঘটনার পর থেকে ছৈয়দ কাসিমের পরিবারের সদস্যরা গা ঢাকা দিয়েছে বলে জানা গেছে। তাদের সাথে কথা বলতে ০১৮১৮৪৩০২৪১ নাম্বারে একাধিকবার যোগাযোগ করে সংযোগ পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে জানতে জালিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী’র সাথে যোগাযোগ তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়ার সম্ভব হয়নি।
এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সঞ্জুর মোর্শেদ বলেন, বৈদ্যুতিক তারের জড়িয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।
পাঠকের মতামত